কল্পনা করি তোমার কাছে গেরিলা ট্রেনিং নিচ্ছি। কল্পনা করি জাসদের কোন গোপন মিটিংয়ে তোমার নির্দেশ মন্ত্রমুগ্ধের মত শুনছি। শুধু এটুকুই কল্পনা করতে পারি না যে তুমি আর নেই। তোমার অনুপস্থিতি আমায় পুড়ায় অহর্নিশ।
তোমার ক্র্যাচটি ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। ১১ নং সেক্টরে গলফ স্টিক আর সাইলেন্সারবিহীন জীপে তুমি- আমার চোখ কল্পনার সীমা ছাড়িয়ে ৭১ এ। অনুভব করি সেই মুহূর্ত যে সময় শত্রুর গোলা এসে পড়ে তোমার পায়ে।
তুমিই সেই ক্র্যাচের কর্নেল যে কিনা পৃথিবী সমান স্বপ্ন এঁকেছিল এই বাংলার বুকে। যে বলেছিল-“নিঃশঙ্ক চিত্তের চেয়ে বড় কিছু নাই”। যে কিনা ফাঁসির দড়ি ছুঁয়ে কবিতা আবৃত্তি করেছিল- “জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে কাঁপিয়েই গেলাম... পৃথিবী অবশেষে এবারের মত বিদায় নিলাম”।
তুমি বাংলার মাটিতে জন্মেছিলে কাস্ত্রো হয়ে- একজন চে’র জন্য ,একজন রাউলের জন্য তোমার আশা অপূর্ণ রয়ে গেল। স্মরণ করি তোমায় কৃতজ্ঞচিত্তে, যে কিনা তৈরি করেছিল হাজারো বিপ্লবী। বাংলাদেশের সিপাহীদের স্বপ্ন দেখিয়েছিল নির্যাতন থেকে মুক্তি পাবার। তাদের স্বপ্ন দেখিয়েছি সমান মর্যাদা পাবার। মরে গিয়েও আজও তুমি বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখাচ্ছ। একদিন এই বাংলাদেশের শ্রেণী বৈষম্য দূর হবেই। তোমার চেতনায় জ্বলে উঠবে বাংলার কৃষক আর নিপীড়িত জনগণ। জেগে উঠবে ঘুমন্ত বিপ্লব ! আর একজন তাহের কাঁধে তুলে নিবে জাতির সকল বোঝা আর সফল হবে বিপ্লব। থামবে হায়েনার হাসি আর ভীরুদের তাচ্ছিল্য।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান.
যত দেখি ততই ভালো লাগে. অনেক অনেক শুভ কামনা, মনে রাখবে. একজন লেখক হিসাবে আপনি স্বার্হক এত সুন্দর লেখা লিখেছেন . আর একজন পাঠক হিসাবে আমি ধন্য যে আপনার এতো ভলো একটা লেখা পড়তে পেরেছি চালিয়ে যান একদিন বড় হবেন. ইনশা-আল্লাহ. অপূর্ব মনের মাধুরী মিশিয়ে লিখেছেন . খুব ভালো হয়েছে. আমার লেখা বঙ্গলিপি / স্বাধীনতা পড়ার আমন্ত্রণ রইল
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।